হোম > সারা দেশ > চট্টগ্রাম

মহাসড়কে বালুর স্তূপ, কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

সড়ক দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা মন্দির জিপিএইচ কারখানা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন মো. শাহজালাল (১৮) ও মো. ইউনুস (১৮)। তাঁরা দুজনই ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বালু স্তূপ করা রাখা ছিল। ঢাকামুখী মোটরসাইকেলটি মহাসড়কের জিপিএইচ কারখানা গেট এলাকায় সেই বালুর স্তূপ অতিক্রম করার সময় মোটরসাইকেলটির গতি কমে যায়। এর মধ্যে পেছন দিক থেকে আসা কাভার্ড ভ্যান ধাক্কা দেয় তাঁদের মোটরসাইকেলটিকে।

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থল থেকে ৩০-৪০ ফুট দূরে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই আরোহী শাহজালাল ও ইউনুসের মৃত্যু হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন। তিনি আজকের পত্রিকাকে জানান, নিহত দুই মোটরসাইকেল আরোহী তাদের কয়েকজন বন্ধুসহ সকালে ফেনী থেকে চট্টগ্রামে বেড়াতে আসেন। সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের মৃত্যু হয়।

দুর্ঘটনা-পরবর্তী সময় কুমিরা ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি সরিয়ে থানায় এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

পটুয়াখালী-৩ আসনে নুর ও হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে বিলীন হয়নি: নুর

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বাড়ির মালিককে কামড়ে পালানোর চেষ্টা চোরের, দুজনেই হাসপাতালে

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু