ঢাকা: মেট্রোরেলের দ্বিতীয় ট্রেন সেটের চালান বাংলাদেশ এসে পোঁছেছে। মেট্রোরেলের কোচ বহনকারী জাহাজটি রোববার (০৯ মে) মোংলা বন্দরে ভিড়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
মেট্রোরেলের দ্বিতীয় চালানে আছে ছয়টি কোচ। কোচগুলো জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড তৈরি করেছে। জাপানের কোবে বন্দর থেকে গত মাসে জাহাজটি এই চালান নিয়ে রওনা হয়েছিলো।
দ্বিতীয় সেট কোচের বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজকের পত্রিকাকে বলেন, 'আমাদের যে পরিকল্পনা ছিলো সে অনুযায়ী কোচগুলো দেশে আসছে। বন্ধরে কোচগুলো নামানোর পরে নদীপথে বিশেষ বার্জে করে ঢাকার উত্তরার দিয়াবাড়ির ডিপোতে আনা হবে। তবে এই কোচগুলো ঢাকায় আসতে কিছুদিন সময় লাগবে।'
মেট্রোরেল প্রকল্পের জন্য ২৪ সেট ট্রেন কেনা হয়েছে। প্রতি সেট ট্রেনের দুপাশে দুটি ইঞ্জিন থাকবে। এর মধ্যে থাকবে চারটি করে কোচ। ট্রেনগুলোয় ডিসি ১৫০০ ভোল্ট বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকবে। স্টেইনলেস স্টিল বডির ট্রেনগুলোতে থাকবে লম্বালম্বি আসন। প্রতিটি ট্রেনে থাকবে দুটি হুইল চেয়ারের ব্যবস্থা। শীততাপ নিয়ন্ত্রিত প্রতিটি বগির দুপাশে থাকবে চারটি করে দরজা।
এর আগে মেট্রোরেলের প্রথম সেট ট্রেনের চালান এপ্রিল মাসের ২১ তারিখে মোংলা বন্দর থেকে ঢাকায় আনা হয়েছিলো।
রাজধানীর যানজট কমাতে ও নগরবাসীর যাতায়াত আরামদায়ক দ্রুততর নির্বিঘ্ন করতে উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের জুনে। বর্তমানে এই প্রকল্পের অগ্রগতি হয়েছে ৬৩.২৬ শতাংশ। প্রকল্পের নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এর মধ্যে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও ৫ হাজার ৩৯০ কোটি টাকা বাংলাদেশ সরকারের।