হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে কলেজছাত্রী নিখোঁজ

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কলেজছাত্রীকে উদ্ধারে তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শুক্রবার উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ায়। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শাজাহানপুরে ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া করে করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছে। তার নাম সানজিদা খাতুন (১৭)।

নিখোঁজ সানজিদা শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার সাইফুল ইসলাম লিটনের মেয়ে এবং শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রহিমাবাদ উত্তরপাড়া গ্রামসংলগ্ন করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সানজিদা দুপুরের পর তার ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে গ্রামসংলগ্ন করতোয়া নদীতে ঝাঁপ দেয়। সঙ্গে সঙ্গে গ্রামের লোকজন তাকে উদ্ধার করতে নদীতে নৌকা নিয়ে তল্লাশি শুরু করে। পরে ফায়ার সার্ভিসের একটি দল নদীতে তল্লাশি চালায়। সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম বন্ধ রাখেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সন্ধ্যার পর রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি এসে নদীতে তল্লাশি শুরু করেছে। তবে ওই ছাত্রীর সন্ধান মেলেনি।

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

গাজীপুরে কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

২৫ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগ গ্রহণ

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পিস্তল-গুলি-মাদক উদ্ধার

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

চৌদ্দগ্রামে ট্রাক্টরচাপায় কিশোর নিহত

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক