হোম > সারা দেশ > ঢাকা

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ নামে এল বৈষম্যবিরোধীদের নতুন সংগঠন

ঢাবি সংবাদদাতা

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠকদের নেতৃত্বে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ নামে নতুন ছাত্রসংগঠন আত্মপ্রকাশ করেছে। আবু বাকের মজুমদার কেন্দ্রীয় আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্যসচিব করে ৬ সদস্যের আহ্বায়ক কমিটির নেতৃত্বে যাত্রা শুরু করেছে এ সংগঠন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটিও প্রকাশ করা হয়েছে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে দলের নাম এবং কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।

প্রাথমিকভাবে সংগঠনটির কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার, যুগ্ম-আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্যসচিব হিসেবে জাহিদ আহসান, সিনিয়র যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ, মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসসির চৌধুরী এবং মুখপাত্র হিসেবে আশরেফা খাতুনকে মনোনীত করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে আব্দুল কাদেরকে আহ্বায়ক,সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, মহির আলমকে সদস্যসচিব, সিনিয়র সদস্যসচিব আল-আমিন সরকার, হাসিবুল ইসলামকে মুখ্য সংগঠক এবং রাফিয়া রেহনুমা হৃদিকে মুখপাত্র করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটিতে দায়িত্বপ্রাপ্ত আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ছাড়া জাহিদ আহসান একই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের, তাহমিদ আল মুদাসসির চৌধুরী বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। আশরেফা খাতুন এবং রিফাত রশিদ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে দায়িত্বপ্রাপ্ত আব্দুল কাদের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মহির আলম গণিত বিভাগের, হাসিবুল ইসলাম এবং রাফিয়া রেহনুমা হৃদি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। লিমন মাহমুদ হাসান ইংলিশ স্পিকিং ফর আদার ল্যাঙ্গুয়েজ (ইসোল) বিভাগের এবং আল-আমিন সরকার সরকার ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

ডেভিল হান্ট অভিযানে শ্রীমঙ্গল আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

৬ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ২ ট্রলারসহ আটক ২৩

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার