হোম > সারা দেশ > কক্সবাজার

পাহাড় কাটার প্রতিবাদ করায় জুলাইযোদ্ধার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কাটা হচ্ছে পাহাড়। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক এক সনদপ্রাপ্ত জুলাইযোদ্ধার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। পাহাড় কেটে বালু বিক্রির প্রতিবাদ করায় গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মধ্যম সুরাজপুর ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগকারী ছাত্রের নাম মোহাম্মদ হাসান (২১)। তিনি চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মধ্যম সুরাজপুর গ্রামের নুরুল আলমের ছেলে ও চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। চট্টগ্রাম শহরে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের একজন ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের গেজেটভুক্ত। চট্টগ্রাম বিভাগে তাঁর গেজেট নম্বর ৫৮।

হাসানের অভিযোগ, সুরাজপুর সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ছানা উল্লাহর নেতৃত্বে একদল বিএনপির নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন।

পুলিশ ও হাসানের সঙ্গে কথা বলে জানা গেছে, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর তেঁতুলগাছতলা এলাকায় থেকে অবৈধভাবে পাহাড় কেটে বালু বিক্রি করছিলেন অভিযুক্তরা। গতকাল বুধবার সন্ধ্যায় জুলাইযোদ্ধা হাসান বালু পরিবহনের ট্রাকের ছবি তোলেন। ট্রাক থেকে নেমে এক ব্যক্তি হাসানকে ছবি মুছে দিতে বলেন। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এরপর ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়ন বিএনপির নেতা ছানা উল্লাহর নেতৃত্বে সাদু, মোস্তফা, বাবলু, জমিরসহ ১০ থেকে ১৫ জন বালু সিন্ডিকেটের লোকজন হাসানের ওপর হামলা চালান। মোবাইল ফোন কেড়ে নেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে তাঁরা পালিয়ে যান।

আহত মোহাম্মদ হাসান। ছবি: সংগৃহীত

মোহাম্মদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্তরা দক্ষিণ সুরাজপুরে একটি পাহাড় কেটে বালু বিক্রি করছিল। মূলত প্রতিবাদ করার জন্য ছবি তুলেছিলাম। তখন ট্রাক থেকে নেমে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। পরে আবার লোকজন নিয়ে এসে আমার ওপর হামলা চালায়। পাহাড় থেকে বালু বিক্রি করার কারণে রাস্তা দিয়ে চলাচল করা যায় না। একটু বৃষ্টি হলে চলাচল অনুপযোগী হয়ে যায়।’

মোহাম্মদ হাসান আরও বলেন, ‘জুলাই আন্দোলনের পুরো সময় রাজপথে ছিলাম। ২০২৪ সালের ১৮ জুলাই চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় তুমুল আন্দোলনের সময় আমার শরীরে ১২টি রাবার বুলেট বিদ্ধ হয়। আমি চাই, ছানা উল্লাহের বিরুদ্ধে দলীয়ভাবে যেন বিএনপি সিদ্ধান্ত নেয়।’

এ ব্যাপারে বক্তব্য নিতে অভিযুক্ত ছানা উল্লাহের মোবাইল নম্বরে ফোন করেন এ প্রতিবেদক। প্রথমে ফোন রিসিভ করে কোনো কথা না বলে লাইন কেটে দেন। পরে তাঁর নম্বরে একাধিকবার কল দিলেও ধরেননি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সাঈদ হাসান ও মোবারক হোসেন জিহান বলেন, ‘হাসান একজন সনদপ্রাপ্ত জুলাইযোদ্ধা। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে হাসানের ওপর হামলায় চালায়। যাঁরা হামলা করেছেন, তাঁরা সবাই একটি দলের নাম ভাঙিয়ে পরিবেশ ধ্বংস করছেন। এমন একজন জুলাইযোদ্ধার ওপর হামলা আমরা মেনে নেব না।’

জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে হাসান চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে পরবর্তী আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

দুপুরে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড, সন্ধ্যায় জামিন

গাজীপুরে চাঁদাবাজি মামলায় ‘জুলাই যোদ্ধা’ সুরভী ২ দিনের রিমান্ডে