হোম > সারা দেশ > নওগাঁ

ধামইরহাট সীমান্তে এক নারীকে পুশ ইন করেছে বিএসএফ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 

আছিয়া খাতুন। ছবি: আজকের পত্রিকা।

নওগাঁর ধামইরহাটে আছিয়া খাতুন (৪৮) নামের এক নারীকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলার কালুপাড়া বিওপির কোম্পানি কমান্ডার আইয়ুব আলী।

আছিয়া খাতুন যশোর জেলার ইসুবপুর গ্রামের মৃত রুহুল আমিনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাইয়ে একটি স্কুলে আয়ার কাজ করতেন। কোম্পানি কমান্ডার আইয়ুব আলী বলেন, উপজেলার সীমান্ত পিলার ২৭১/৭ এসের সীমান্ত দিয়ে মধ্যরাতে বিএসএফ আছিয়া খাতুনকে বাংলাদেশে পুশ ইন করে। দুপুরে স্থানীয়রা ওই এলাকায় মাঠের মধ্যে গরু বাঁধতে গেলে ওই নারীকে দেখতে পেয়ে বিজিবিকে জানায়। পরে তাঁকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

ভুক্তভোগী আছিয়া খাতুন আজকের পত্রিকাকে বলেন, তিনি দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে একটি স্কুলে আয়ার কাজ করতেন। বিএসএফের সদস্যরা রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়।

এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, আছিয়া খাতুনকে বিজিবি আটক করে থানায় হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে ওই গৃহবধূকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

দুপুরে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড, সন্ধ্যায় জামিন

গাজীপুরে চাঁদাবাজি মামলায় ‘জুলাই যোদ্ধা’ সুরভী ২ দিনের রিমান্ডে

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত