হোম > সারা দেশ > রাজশাহী

পানবরজে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

শেয়ালের কামড়ে আহতরা বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর বাগমারায় পানবরজে কাজ করার সময় শিয়ালের কামড়ে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিয়ালের কামড়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহত ব্যক্তিরা সাইপাড়া ও হলুদঘর গ্রামের বাসিন্দা। তাঁদের মধ্যে সাইপাড়া গ্রামের বাসিন্দা ইমান আলী (৪৫), পারভিন খাতুন (৩৪) ও ফারুক হোসেন (৬৮) বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

আহতদের কয়েকজন জানান, সকালে তাঁরা নিজ নিজ বরজে কাজ করছিলেন। এ সময় পেছন থেকে হঠাৎ একটি শিয়াল ঝাঁপিয়ে পড়ে হাত-পায়ে কামড়ে দেয়। পরে আরও কয়েকজনকে কামড়ে দ্রুত পালিয়ে যায়। সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে অন্তত ১২ জনকে কামড়ায় শিয়ালটি। ঘটনার পর আতঙ্কে অনেকে বরজে যাওয়া বন্ধ করে দিয়েছেন।

সাইপাড়া গ্রামের বাসিন্দা বদিউজ্জামান বলেন, ‘আমরা এখন আতঙ্কে আছি, বাইরে যাচ্ছি না।’ আহত ইসাহাক আলী (৬৭) বলেন, ‘সকালে বরজে কাম করতেছিলাম, হঠাৎ পিছন থেইকা একটা শেয়াল আইসা খচ কইরা কামড় দিয়া পালায়।’

সাইপাড়া গ্রামের বাসিন্দা ও বিএনপির স্থানীয় নেতা ইয়াছিন আলী বলেন, ‘শিয়ালটা পেছন থেকে লাফ দিয়া কামড় দিয়া পালায় গেছে। আমিও কামড় খাইছি।’

বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা লোকমান হোসেন জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত শিয়ালের কামড়ে আহত হয়ে ১২ জন চিকিৎসা নিয়েছেন। সবাইকে প্রয়োজনীয় টিকা দেওয়া হয়েছে। অধিকাংশের পায়ে ক্ষত হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব বলেন, ‘শিয়াল সাধারণত দুটি কারণে কামড়ায়—প্রথমত, কেউ আঘাত করলে এবং দ্বিতীয়ত, খাদ্যসংকটে পড়লে। বর্তমানে শিয়ালের খাবারের ঘাটতি দেখা দিয়েছে। ক্ষুধার্ত হয়ে লোকালয়ে ঢুকে মানুষকে কামড়ে দিচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে এবং কামড় খাওয়া ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নিতে হবে।’

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

গ্রামে নেই গণভোটের প্রচার, জানে না সাধারণ মানুষ

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন