হোম > সারা দেশ > কক্সবাজার

রামুতে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের রামুতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ যুবদল নেতা মুবিনুর রহমান রুবেলকে (২৮) গ্রেপ্তার করেছে।

গতকাল বুধবার রাতে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মুবিনুর রহমান রুবেল গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি এবং গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামের নুরুল আলমের ছেলে।

রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মুবিনুর রহমান রুবেলকে বাড়ি থেকে আটক করে। এরপর তাঁর বাড়ি তল্লাশি করে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি এলজি, ৩৪টি কার্তুজ, চারটি রাইফেলের গুলি, চারটি ধারালো দাসহ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে রামু থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রুবেল রামু ও নাইক্ষ্যংছড়ি সীমান্তে গরু চোরাচালান চক্রের ‘ডন’ খ্যাত শাহীনুর রহমান ওরফে শাহীন ডাকাতের চাচাতো ভাই। শাহীনকে ৫ জুন বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া মুবিনুর রহমান রুবেলের নেতৃত্বে গত বছরের ৫ আগস্ট রাতে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে কক্সবাজারের সাংবাদিক ইব্রাহীম খলিল মামুনের বাড়িতে হামলা চালানো হয়। এ ঘটনায় মামুন বাদী হয়ে রুবেলকে প্রধান আসামি করে রামু থানায় মামলা দায়ের করেন।

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে