হোম > সারা দেশ > রংপুর

ঝোড়ো বাতাসে ঘরবাড়ির ক্ষতি, গাছের চাপায় নিহত ১

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর। ছবি: আজকের পত্রিকা

রংপুরের কাউনিয়ায় ঝোড়ো বাতাসে ভেঙে পড়া খেজুরগাছের নিচে চাপা পড়ে মোফাজ্জল হোসেন মেলেটারী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার হারাগাছ পৌরসভার হকবাজার নয়াটারি গ্ৰামে এ ঘটনা ঘটে।

নিহত মোফাজ্জল ওই গ্ৰামের মৃত আজান উদ্দিনের ছেলে।

নিহত মোফাজ্জলের বড়ভাই মানা মিয়া জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মোফাজ্জল বাড়ির বাইরে অটোরিকশা পরিষ্কার করছিলেন। হঠাৎ প্রবল বেগে ঝোড়ো বাতাস শুরু হয়। এ সময় বাড়ির আঙিনায় থাকা খেজুরগাছের মাথা ভেঙে তাঁর ওপরে পড়ে। পরে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম সোহেল বলেন, ‘এইমাত্র জানতে পারলাম, খোঁজ নিচ্ছি।’

খোঁজ নিয়ে জানা গেছে, ঝোড়ো বাতাসে উপজেলার চর চতুরা, মুন্সিপাড়া, নয়াটারি, খোরদভুতছাড়াসহ বিভিন্ন এলাকায় আম, লিচু, ভুট্টা, ধানসহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে। ঝড়ের স্থায়িত্ব কম হলেও কোথাও কোথাও বাতাসের বেগে ঘরবাড়ি ও গাছগাছালির ক্ষতির পাশাপাশি ভেঙে গেছে স্থাপনা। বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেজবাউল হাসান জানান, উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করার জন্য ইউনিয়ন জনপ্রতিনিধিদের বলা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার জানান, ঝোড়ো বাতাসে ধান ও ভুট্টা আবাদের বেশ কিছু এলাকায় ক্ষতি হয়েছে।

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

রাঙামাটিতে বড় ফ্যাক্টর জেএসএস সমর্থকেরা

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে