হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

শরীয়তপুর প্রতিনিধি

নয়ন মোল্লা (২৩)। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

নয়ন মোল্লা জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি গ্রামের জয়নাল মোল্লার ছেলে। বিস্ফোরণের ঘটনায় পুলিশের করা মামলায় তাঁকে আসামি করা হয়েছিল। পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়েছিল এবং পুলিশি পাহারায় তাঁর চিকিৎসা চলছিল। এখন তাঁর মরদেহ বাড়ি আনার প্রক্রিয়া চলছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি গ্রামে একটি টিনের বসতঘরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বোমা তৈরির সময়ই এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ফসলি জমি থেকে সোহান ব্যাপারীর (৩৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি চেরাগ আলী ব্যাপারী কান্দি গ্রামের দেলোয়ার ব্যাপারীর ছেলে।

এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় নবীন সরদার ও নয়ন মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নবীন সরদার (২৫)। তিনি পেশায় গ্রিলের মিস্ত্রি ছিলেন। ছয় দিন চিকিৎসাধীন থেকে গতকাল মঙ্গলবার রাতে মারা যান নয়ন মোল্লা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই প্রভাবশালী পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল মাতবর।

গত বছরের এপ্রিল ও নভেম্বর মাসে এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। এসব ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা হয়। মামলার একটিতে আব্দুল জলিল মাতবর বর্তমানে কারাগারে রয়েছেন। অপর দিকে ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী জামিনে মুক্ত হয়ে এলাকা ছেড়েছেন।

সম্প্রতি কুদ্দুস ব্যাপারীর সমর্থক তাইজুল ইসলাম ছৈয়াল এবং জলিল মাতবরের সমর্থক নাসির ব্যাপারীর লোকজন নতুন করে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এর আগে ৩ জানুয়ারি বুধাইরহাট এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরদিন সকালে বুধাইরহাট বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেল বিস্ফোরিত হয় এবং দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও দুটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। এতে জাবেদ শেখ নামের এক যুবকের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে মুলাই ব্যাপারী কান্দি গ্রামে ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর বাড়ির পাশেই তাঁর চাচাতো ভাই সাগর ব্যাপারীর নতুন নির্মিত একটি টিনের বসতঘরে বোমা বিস্ফোরণ ঘটে। ঘরটিতে কেউ বসবাস করতেন না বলে জানিয়েছে স্থানীয় লোকজন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরের একটি ফসলের মাঠ থেকে তাইজুল ইসলাম ছৈয়ালের পক্ষের সমর্থক বলে পরিচিত সোহান ব্যাপারীর মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নবীন সরদার ও নয়ন মোল্লা নামে তাইজুল ইসলামের পক্ষের আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওই দিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় নবীন সরদার মারা যান। সর্বশেষ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নয়ন মোল্লা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিস্ফোরণের পরদিন শুক্রবার সকালে ঢাকা থেকে পুলিশের সিআইডি ক্রাইম সিন ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের বম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে বোমা তৈরির বিভিন্ন উপকরণ ও আলামত সংগ্রহ করে এবং গত কয়েক দিনে উদ্ধার হওয়া ৩৮টি তাজা হাতবোমা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।

এ ছাড়া গত রোববার পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৪৫টি হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়।

এই ঘটনায় জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে গত শুক্রবার (৯ জানুয়ারি) বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় নয়ন মোল্লা সহ ৫৩ ব্যক্তির নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫০ ব্যক্তিকে আসামি করা হয়। এই মামলায় এখন পর্যন্ত ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশের অভিযানের ভয়ে অনেক এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, ‘ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় নয়ন মোল্লা মারা যাওয়ায় নিহতের সংখ্যা তিনে দাঁড়িয়েছে। এই ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ’

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

অঙ্গীকারনামা লিখে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির