হোম > সারা দেশ > ঢাকা

মুগদায় মেয়ে চুরি করেছে অভিযোগ এনে মাকে মারধর, হাসপাতালে মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর মুগদার মানিকনগর এলাকায় চুরির অভিযোগ এনে আয়েশা বেগম (৫৫) নামের এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে মুগদা হাসপাতাল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। আজ বুধবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ব্যক্তির মেয়ে রুমী আক্তার বলেন, মানিকনগর প্রফেসর গলির একটি বাসা থেকে কয়েক দিন আগে ১ লাখ টাকা চুরি হয়। বিষয়টা জানতে পেরে গত সোমবার সকালে আমি ওই বাসায় যাই। ওই বাসার কয়েকজন নারী আমাকে সন্দেহ করেন। দুপুরের দিকে আমার মা ওই বাসায় গেলে ওই নারীরা মাকে মারধর করে আহত করেন। আহতাবস্থায় তাঁকে মুগদা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান তিনি।

রুমী আরও জানান, তাঁদের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বুইড়ারচর গ্রামে। তাঁর বাবা শফিক অনেক আগেই মারা গেছেন। তাঁর মা মুগদা এলাকায় ভাড়া থাকতেন। ওই এলাকায় শাকসবজি বিক্রি করতেন।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, গত রাতে খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই কামরুজ্জামান বলেন, ১০ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশীরা চুরির অপবাদ দিয়ে আয়েশা বেগমকে মারধর করে। পরে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মামলার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী