হোম > সারা দেশ > ঢাকা

ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুলের ও তাঁর পরিবারের বাড়ি-ফ্ল্যাট-প্লট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলম। ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম, তাঁর স্ত্রী লুবনা আফরোজ ও মেয়ে সারাহ জুমানার বাড়ি, ফ্ল্যাট ও প্লট ক্রোক এবং ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের আবেদন অনুযায়ী, সাইফুল আলমের পল্লবীর ৪ ও ৫ কাঠার দুটি প্লট, রূপগঞ্জের জলসিঁড়ির ৫ কাঠার একটি প্লট, তাঁর স্ত্রী লুবনার সাভার ডিওএইচএসের ৯ তলা বাড়ি, যাতে ৯টি ফ্ল্যাট যেগুলোর মোট মূল্য ৪ কোটি ৫২ লাখ ৯৫০ টাকা—এগুলো ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সাইফুলের একটি ও লুবনার দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে সাইফুল ইসলাম বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জন করেছেন। দুদক এই অভিযোগ অনুসন্ধান করছে। অনুসন্ধানকালে জানা গেছে, তারা যেকোনো সময় স্থাবর-অস্থাবর সম্পদ অন্যত্র বিক্রয়, হস্তান্তর ও স্থানান্তর করতে পারেন। এ কারণে স্থাবর সম্পদ ক্রোক ও স্থাবর সম্পদ অবরুদ্ধের নির্দেশ দেওয়া প্রয়োজন।

মোছাব্বির হত্যায় গ্রেপ্তার দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১