হোম > সারা দেশ > যশোর

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

­যশোর প্রতিনিধি

সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদে আজ সোমবার যশোর প্রেসক্লাব চত্বরে নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়।

এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে নারী নেত্রী হাবিবা শেফার সভাপতিত্ব করেন। বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী সংগীত পরিবেশন করেন শিল্পীরা।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য দেন সামাজিক ব্যক্তিত্ব আবুল হোসেন, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, বিশিষ্ট রাজনীতিক হাসিনুর রহমান, প্রকৌশলী আবু হাসান, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহীন ইকবাল, নারী নেত্রী বীথিকা সরকার, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, জনউদ্যোগের যুগ্ম আহ্বায়ক দীপক রায়, সনাতন ধর্ম সংঘ জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক অখিল চক্রবর্তী, মহিলা পরিষদের যশোর জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতানা রহমান জলি, ছাত্রনেতা রাশেদ খান, যশোর পৌর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হীরনলাল সরকার, বৈষম্যবিরোধী সনাতন সমাজের জেলা আহ্বায়ক মৃণাল কান্তি দে প্রমুখ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা