হোম > সারা দেশ > সিলেট

সিলেটে নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি শিশু মুনতাহার

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

মুনতাহা আক্তার জেরিন। ছবি: সংগৃহীত

নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি সিলেটের কানাইঘাটের শিশু মুনতাহা আক্তার জেরিনের (৫)। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটিকে না পেয়ে চরম উৎকণ্ঠায় পরিবার। সময় যত যাচ্ছে মা-বাবা, পরিবার পরিজনের দুশ্চিন্তা ততোই বাড়ছে। শিশু সন্তানকে হারিয়ে পাগলপ্রায় পরিবারের লোকজন। বাবা শামীম আহমদ বারবার মূর্ছা যাচ্ছেন। মুনতাহাকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করছেন।

গত ৩ নভম্বের বিকেল ৩টা থেকে মুনতাহা নিখোঁজ রয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।

পরিবার দাবি করছে, তাকে পরিকল্পিতভাবে ‘অপহরণ’ করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে ‘অপহরণকারীকে’ ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পরিবার।

আর সিলেটের ব্যবসায়ী ফারমিছ আক্তার একটি স্বর্ণের চেইন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরে শিশুটি। পরে প্রতিদিনের মতো আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু বিকেল হলে বাড়িতে না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। তারপর তাকে আর কোথাও পাওয়া যায়নি।

শিশুটির বাবা শামীম আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। মেয়েকে ফিরে পেতে প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা চাই।’

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল বলেন, আমরা এ ঘটনা শোনার পর থেকে ওই শিশুর সন্ধ্যান পেতে কাজ করছি। ইতিমধ্যে সকল থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে। তিনি গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করছি।

ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়: চার বছরে ১০৬ শিক্ষার্থীর বাল্যবিবাহ

আগারগাঁওয়ে সরকারি কোয়ার্টারে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর!

হাটহাজারীতে বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত

পঞ্চগড়ে আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

এনসিপির জেলা ও নগর আহ্বায়ক দুই মেরুতে

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা

চট্টগ্রামের আনোয়ারা: মেডিকেল বর্জ্য খালে, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আমনের বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের

মাদারীপুরের ৩টি আসন: বিভক্ত বিএনপি, এগিয়ে জামায়াত