হোম > সারা দেশ > টাঙ্গাইল

পদ জমা দিয়ে তদবিরে আসবেন, দেখব কতটুকু পারেন: আহমেদ আযম খান

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

টাঙ্গাইলের সখীপুরে ডাকবাংলো মাঠে স্থানীয় আজ শুক্রবার বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আহমেদ আযম খান। ছবি: আজকের পত্রিকা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘ইতিমধ্যে অনেক নেতা তদবিরে ব্যস্ত হয়েছেন। থানা, ইউএনও অফিস, এসি ল্যান্ড অফিস ও ঢাকায় তাঁরা তদবিরে ব্যস্ত হয়ে গেছেন। আমি তাঁদের সাবধান করছি, হুঁশিয়ার করছি, যারা তদবির করতে চান, আমার কাছে আসবেন। তবে আপনাদের পদ-পদবি আমার কাছে জমা দিয়ে তদবির করতে আসবেন, দেখব কতটুকু পারেন।’

আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ডাকবাংলো মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আযম খান এসব কথা বলেন।

নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়ে দলের প্রবীণ এই নেতা বলেন, ‘পদে থেকে আগামী নির্বাচন পর্যন্ত একটি নেতাও তদবিরে যেতে পারবেন না, কোথাও না। আমি যেন না শুনি, কোনো নেতা থানায় তদবিরে গেছেন। আমি ওসি সাহেবকে বলে যাব, কোনো নেতা থানায় তদবিরে আসবে না। যাঁরা তদবির ও সালিস করবেন, তাঁদের আমি দল থেকে বের করে দেব, প্রয়োজনে পুলিশে দেব।’

আহমেদ আযম খান আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন। এবারের নির্বাচন হবে অত্যন্ত কঠিন। শুধু ঘরে বসে থাকলে হবে না, প্রতিদিন দলের নেতা-কর্মীদের কমপক্ষে ১০ জন ভোটারের কাছে গিয়ে ভোট চাইতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে এই এলাকার মানুষের মরণফাঁদ আটিয়া বন অধ্যাদেশ বাতিলের জন্য উদ্যোগ নেওয়া হবে।’

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ, সাবেক সভাপতি খোরশেদ আলম, আমজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর হাশেম প্রমুখ। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি