হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৬ সদস্য আটক

মিরসরাই (প্রতিনিধি) চট্টগ্রাম

আটক তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের মিরসরাইয়ে সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। আজ রোববার (১৩ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয় ।

পুলিশ সূত্রে জান গেছে, আজ বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-০৬৭৫) বাসটিতে তল্লাশি চালানোর সময় তৃতীয় লিঙ্গের ছয়জন নেমে চলে যাওয়ার চেষ্টাকালে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মহিলা পুলিশ দেহ তল্লাশি করলে তাঁদের কোমরের সঙ্গে স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় পাঁচজনের কাছ থেকে ২ হাজার করে ১০ হাজার পিস এবং অপর একজনের সঙ্গে একই কৌশলে কোমরে বাঁধা অবস্থায় দেড় হাজারসহ সাড়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সাড়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়জন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই চলমান রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভাই-বোনসহ নিহত ৩

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

ফরিদপুর জিলা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে বহিরাগতদের হামলা, অনেক শিক্ষার্থী আহত