হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে সকালে বাসা থেকে বেরিয়ে দুপুরে নালায় মিলল রিকশাচালকের লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীতে সকালে বাসা থেকে বেরোনোর পর দুপুরে নালা থেকে মো. মামুন (৩৭) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে নগরের খুলশী থানার টাইগারপাস মোড়ে নালা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

মামুন নগরের আমবাগানে একটি কলোনিতে পরিবার নিয়ে বসবাস করতেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মামুনের স্ত্রীর সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি, তিনি সকাল ৮টার দিকে আমবাগানের বাসা থেকে বের হয়েছিলেন। মামুন পেশায় একজন রিকশাচালক। তবে তিনি আজ এক জায়গায় বৈদ্যুতিক কাজে যাওয়ার জন্য বের হয়েছিলেন। সঙ্গে একটি ব্যাগও নিয়েছিলেন। কিন্তু কীভাবে নালায় তাঁর লাশ পাওয়া গেল, তা জানতে পুলিশ তদন্ত করছে।’

আফতাব উদ্দিন আরও বলেন, ‘মামুনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল। এ ছাড়া তাঁর কাছে একটি মোবাইল ফোন ও ১০ টাকার একটি নোটও পাওয়া যায়। তাঁর সঙ্গে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে কি না, তা জানার চেষ্টা চলছে। আমরা এরই মধ্যে একটি রিকশা জব্দ করেছি। সেটা তাঁর কি না, খতিয়ে দেখা হচ্ছে।’

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ

সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

ঘন কুয়াশা ও তীব্র শীতে পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত

বনজীবী-রক্ষীরা চিকিৎসাবঞ্চিত