হোম > সারা দেশ > ঢাকা

সচিবালয়ে চতুর্থ দিনের মতো কর্মচারীদের বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

সচিবালয়ে চতুর্থ দিনের মতো বিক্ষোভ শুরু করেছেন কর্মচারীরা। ছবি: আজকের পত্রিকা

সরকারি চাকরি আইন সংশোধন করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মচারীরা। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হয়ে তারা বিক্ষোভ শুরু করেন। পৌনে ১২টার দিকে কর্মচারীরা বাদামতলা থেকে অবস্থান সরিয়ে সচিবালয়ের বিভিন্ন ভবনের সামনে দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন।

এ নিয়ে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করছেন তাঁরা।

বিক্ষোভে অংশ না নেওয়া অন্য কর্মকর্তা-কর্মচারীদেরও বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন তারা। ‘অবৈধ কালো আইন মানা হবে না’—বলে স্লোগান দিচ্ছেন কর্মচারীরা।

সকাল ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, কর্মচারীরা বাদামতলায় একত্র হয়ে বসে বিক্ষোভ করছেন। আবার কেউ কেউ দাঁড়িয়েও আছেন। হ্যান্ড মাইকেও স্লোগান দিতে দেখা যায় তাদের। তারা বলছেন, ‘কালো আইন, মানি না, মানি না’। এ সময় অনেকের হাতে বিভিন্ন ধরনে প্ল্যাকার্ডও দেখা যায়।

সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন কর্মসূচির মধ্যে আজ মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সচিবালয়ের গেইটগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গণমাধ্যমকর্মীদেরও সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়নি।

সরকারি কর্মচারীদের আন্দোলনের মধ্যেই গত রোববার রাতে ‘সরকারি কর্মচারী আইন’ সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করে সরকার। এর ফলে চার ধরনের অপরাধের জন্য সরকারি কর্মচারীদের শুধু নোটিশ দিয়েই চাকরিচ্যুত করা যাবে। কর্মচারীরা এর প্রতিবাদে গত শনিবার থেকে সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন।

এদিকে, সচিবালয়ের গেটে সোয়াত সদস্যদের নিয়োজিত করা হয়েছে। সচিবালয়ের ভেতরে রাখা হয়েছে বিজিবি সদস্যদের। এ ছাড়া, নিয়মিত নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড ফোর্স ব্যাটালিয়ন, পুলিশ, আনসার সদস্যদের বাড়তি উপস্থিতি দেখা গেছে।  সচিবালয়ের বাইরে দুটি এপিসি রাখা হয়েছে।

অপরদিকে, সচিবালয়ের ২ নম্বর গেটের বিপরীতে ওসমানী স্মৃতি মিলনায়তনের দেয়ালঘেঁষে ‘জুলাই মঞ্চ’ নামে একটি সংগঠন সচিবালয়-এনবিআরসহ বাংলাদেশে থাকা ‘দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের’ বিরুদ্ধে ‘ফ্যাসিবাদ উৎখাতে যাত্রা’—শীর্ষক অবস্থান কর্মসূচি পালন করছে। এই কর্মসূচিতে সব মিলিয়ে ১০ জন অংশ নিয়েছেন। একটা রিকশায় দুটি মাইক লাগিয়ে তারা বক্তৃতা করছেন।

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশালমিছিল ও বিক্ষোভ

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি