হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

সিরাজগঞ্জ প্রতিনিধি  

প্রতীকী ছবি

ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আজ মঙ্গলবার বিকেলের দিকে এনায়েতপুরের সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলী মেম্বার (৪৮), এনায়েতপুর থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (৪২), এনায়েতপুর থানা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক সিকদার (৫৬), থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ (৩০), সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তালেব (৪০), কবির হোসেন (৪০) ও মুকুল সিকদার (৫০)।

স্থানীয় বিএনপির নেতারা জানান, আজ এনায়েতপুর করোনা বাজারে ইফতার মাহফিলের আয়োজন করে রওশন আলী মেম্বার। একই সময় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে আব্দুল করিম মোল্লা। আধিপত্য নিয়ে এই হামলার ঘটনা ঘটেছে। হামলার জন্য একে অপরকে দোষারোপ করছে বিএনপির দুই গ্রুপ।

এ বিষয়ে এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এম এ কাশেম অভিযোগ করেন, সিকদার গ্রুপের নেতৃত্বে দলের তৃণমূলের নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

তবে এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্যসচিব মনজুর রহমান মঞ্জু সিকদার বলেন, মঙ্গলবার পূর্বনির্ধারিত চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল ছিল। মাহফিল পণ্ড করতে রওশন মেম্বারের নেতৃত্বে হামলা করা হয়। দলের বেশ কয়েকজন আহত হয়েছেন।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি রশওন ইয়াজদানি জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো পক্ষই থানায় কিছুই জানায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়: চার বছরে ১০৬ শিক্ষার্থীর বাল্যবিবাহ

আগারগাঁওয়ে সরকারি কোয়ার্টারে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর

হাটহাজারীতে বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত

পঞ্চগড়ে আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

এনসিপির জেলা ও নগর আহ্বায়ক দুই মেরুতে

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা

চট্টগ্রামের আনোয়ারা: মেডিকেল বর্জ্য খালে, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আমনের বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের

মাদারীপুরের ৩টি আসন: বিভক্ত বিএনপি, এগিয়ে জামায়াত