বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক সজল মোল্লা (৩০) হত্যা মামলায় মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. ফয়সাল বিপ্লবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এই মামলায় সাত দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার সকালে বিপ্লবকে মুন্সিগঞ্জ আমলি আদালত-১-এ হাজির করে আট দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালতের বিচারক নুসরাত শারমিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. হালিম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২২ জুন রাতে ঢাকার মণিপুরিপাড়ার একটি আবাসিক ভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক সজল হত্যা মামলায় তাঁকে মুন্সিগঞ্জ আমলি আদালত-১-এ হাজির করে পুলিশ। এ সময় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৪ জুলাই তাঁকে মুন্সিগঞ্জ সদর থানা হেফাজতে রিমান্ডে আনা হয়।
গত বছরের ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের থানারপুল থেকে কৃষি ব্যাংক মোড় পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে শ্রমিক রিয়াজুল ফরাজী, নুর মোহাম্মদ ডিপজল ও সজল মোল্লা নিহত হন। পরে এই ঘটনায় মামলা হয়।