হোম > সারা দেশ > মাগুরা

নিখোঁজের ২ দিন পর মধুমতী নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

মধুমতী নদী। ছবি: আজকের পত্রিকা

দুদিন আগে নিখোঁজ হওয়া জেলে সৌখিন খানের (৩৫) লাশ মধুমতী নদী থেকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে মধুমতী সেতু থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে মাগুরার মহম্মদপুর উপজেলার পাঁচুড়িয়া ঘাট এলাকায় লাশটি ভেসে থাকতে দেখেন স্বজনেরা। পরে মহম্মদপুর থানা-পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মৃত সৌখিন খান মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের পাল্লা চরপাড়া গ্রামের সত্তার খানের ছেলে। জীবিকার জন্য নদীতে মাছ ধরে আসছিলেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, গত বুধবার রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার সীমান্তবর্তী চন্ডিবিল এলাকার মধুমতী নদীতে মাছ ধরছিলেন সৌখিন। এ সময় আরেকটি নৌকায় এসে কয়েকজন যুবক তাঁকে গালাগাল ও হুমকি দেন। পরে তাঁকে নদীতে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে মারধর করা হয়। নদীর ব্যারাক অফিসসংলগ্ন স্থানে বইঠার আঘাতে মাথায় আঘাত পেয়ে পানিতে পড়ে যান তিনি। এরপর থেকে নিখোঁজ ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সৌখিনের ওপর হামলা চালায় ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের মৃত সোলেমানের ছেলে জব্বার (৩২) ও একই গ্রামের মাসুদ মোল্যার ছেলে হুমায়ুনসহ আরও দুজন।

ঘটনার পর স্থানীয় লোকজন, স্বজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করেও সৌখিনকে উদ্ধার করতে পারেনি। আজ শুক্রবার সকালে নদীতে লাশ ভেসে উঠলে স্বজনেরা শনাক্ত করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, সকালে সৌখিন খানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যেহেতু ঘটনাটি ফরিদপুরের মধুখালী থানার এলাকায় ঘটেছে, তাই মামলার বিষয়সহ পরবর্তী আইনগত কার্যক্রম সেখান থেকেই প্রক্রিয়াধীন থাকবে।

এ ঘটনায় মধুখালী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী