হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আইভী গ্রেপ্তারে বাধা: ২৫২ জনের বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে গিয়ে হাজারো সমর্থকের ঘেরাওয়ের মুখে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা, পুলিশের ওপর হামলার ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে সদর মডেল থানার উপপরিদর্শক মো. রিপন মৃধা বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় ৫২ জনকে নামীয় ও অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাঁরা হলেন শহরের শহীদনগর এলাকার হানিফের ছেলে মোহাম্মদ জিসান (২৮), কাশেমের ছেলে হানিফ (৪০) ও আব্দুল হাইয়ের ছেলে শওকত মিখুন (৪৩)।

মামলায় আসামিরা হলেন নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম বাবু, সিদ্ধিরগঞ্জ যুবলীগের সহসভাপতি কামরুল হুদা বাবু, শফিকুল ইসলাম লিটন, মাইনউদ্দিন আহমেদ রাসেল, কবির হোসেন, জামির হোসেন রনি, মোতালেব হোসেন মাস্টারসহ ৫২ জন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, গতকাল রাতে এই মামলা হয়েছে। সেই সঙ্গে এই মামলায় এজাহারনামীয় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।

পুলিশ জানায়, সাবেক মেয়র আইভীকে সিদ্ধিরগঞ্জের পোশাকশ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার করতে গেলে পুলিশকে বাধার মুখে পড়তে হয়। পরে আইভীর বাড়িতে প্রবেশ করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান, ওসি নাসির উদ্দিন আহমেদ ও ওসি শাহিনুর আলম রাত সাড়ে ১১টা থেকে ভোররাত সাড়ে ৫টা পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় ছিলেন।

এ সময় বাইরে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন। আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পথে শহরের উকিলপাড়া মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের একাধিক সদস্য আহত হন।

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার

৬৭ বছর পর রামেক হাসপাতালে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

চায়ের দোকানে চলে একটি বাতি-ফ্যান, বিদ্যুৎ বিল এল সাড়ে ৫৫ হাজার টাকা

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল শিশুসহ চারজনের

হাতিয়ায় ৫৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার