হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঘরের তালা খুলে পেলেন বোনের গলাকাটা লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীতে নিজবাসায় এক নারী পোশাকশ্রমিকের গলাকাটা লাশ পাওয়া গেছে। এ ঘটনায় পলাতক রয়েছেন তাঁর স্বামী।

নিহত নারীর নাম তানজিনা বেগম (২৩)। তিনি নেত্রকোনার বাসিন্দা। তিনি পোশাকশ্রমিক স্বামীর সঙ্গে নগরীর পতেঙ্গা থানার খালপাড়ের একটি বাসায় ভাড়া থাকতেন। ওই বাসা থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ভাড়াবাসায় তানজিনার দুই ভাইও তাঁদের সঙ্গে থাকতেন। তাঁরাও পোশাক কারখানায় চাকরি করেন। গতকাল রাতে এক ভাই কারখানা থেকে ফিরে বাসা তালাবদ্ধ দেখেন। পরে আরেক ভাইয়ের কাছ থেকে চাবি নিয়ে এসে দরজা খোলে ভেতরে গিয়ে তানজিনাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

ওসি বলেন, ‘তানজিনার ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। ঘটনার পর থেকে পলাতক তানজিনার স্বামীকে আসামি করে হত্যা মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

কারওয়ানবাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, ধাওয়া পাল্টাধাওয়া

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩