হোম > সারা দেশ > সুনামগঞ্জ

মাদ্রাসার হিসাব-নিকাশ নিয়ে বিরোধ, মুহতামিমকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদ্রাসার প্রধানকে মারধরের প্রতিবাদে মানববন্ধন। গতকাল বিকেলে পৌর পয়েন্টে তোলা। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদ্রাসার হিসাব-নিকাশ নিয়ে বিরোধের জেরে মুহতামিমকে (মাদ্রাসার প্রধান) মারধরের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মালিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের খাগাউড়া (মহিষাকোনা) গ্রামের মাদানিয়া আমিনিয়া মাদ্রাসার হিসাব-নিকাশ নিয়ে ওই মাদ্রাসার মুহতামিম মাওলানা শরিফ উদ্দিন জিয়ার সঙ্গে একই গ্রামের ছিদ্দেক আলীর বিরোধ চলছিল। এর জেরে গতকাল বুধবার সন্ধ্যায় মাওলানা শরিফ উদ্দিন জিয়া হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে ছিদ্দেক আলীর লোকজন তাঁকে আটকে রেখে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মাদ্রাসার প্রধানকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, পূর্ববিরোধ ও মাদ্রাসার হিসাব-নিকাশ নিয়ে ভুল-বোঝাবুঝিতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে লিখিত অভিযোগ পেলে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

মাটি কেটে বেড়িবাঁধ: ৮ মাসেও ভরাট করা হয়নি জমি

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

‘আমি সই না করলে ইউএনও সই করবে না’—এলজিইডি প্রকৌশলীর ভিডিও ভাইরাল

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী