হোম > সারা দেশ > চট্টগ্রাম

টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্র। ছবি: আজকের পত্রিকা

কয়েক দিনের টানা বৃষ্টির কারণে উৎপাদন বেড়েছে রাঙামাটির কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে। গতকাল সোমবার (১৪ জুলাই) রাত ১০টায় পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, আজ (সোমবার) রাত ৮টা পর্যন্ত এই কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২১৮ মেগাওয়াট। এর মধ্যে ১, ২ ও ৩ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ১৩৮ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

এই কর্মকর্তা জানান, এর আগে গত বুধবার (৯ জুলাই) রাত ৮টায় এই কেন্দ্রের সব কটি ইউনিট (৫টি) চালু করার পর সর্বমোট ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোলরুমে দায়িত্বরত প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, বেশ কয়েক সপ্তাহ ধরে রাঙামাটিসহ দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে রাঙামাটির কাপ্তাই লেকে ঘণ্টায় ঘণ্টায় পানি বাড়ছে। ফলে পানির ওপর নির্ভরশীল বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। তাঁরা আরও জানান, গতকাল রাত ৮টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৯৮ দশমিক ৬৭ ফুট মিনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এ সময় লেকে পানি থাকার কথা ৮৬ দশমিক ০৮ ফুট মিনস সি লেভেল। কাপ্তাই লেকে পানির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট মিনস সি লেভেল।

২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রে পাঁচটি ইউনিট পানির জন্য এত দিন একসঙ্গে চালু করা সম্ভব হয়নি। চলতি বছরের ২ জুন থেকে এত দিন এই কেন্দ্রের চারটি ইউনিট চালু করা হলেও গত বুধবার রাত ৮টায় একযোগে চালু করা হয়েছিল পাঁচটি ইউনিট। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীরা।

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভাই-বোনসহ নিহত ৩