হোম > সারা দেশ > বগুড়া

ভাবিকে মারধরের অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি 

আব্দুল করিম রঞ্জু মিয়া। ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে ভাবিকে মারধরের অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী আব্দুল করিম রঞ্জু মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মোকামতলা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রঞ্জু মিয়া উপজেলার সৈয়দপুর ইউনিয়নের আমঝুপি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলীর বড় ছেলে মজনু মিয়ার (৪০) সঙ্গে ছোট ছেলে আব্দুল করিম রঞ্জু মিয়ার কলহ চলছে। ৫ জুন বিকেল সাড়ে ৫টার দিকে রঞ্জু মিয়া লোকজন নিয়ে বড় ভাই মজনু মিয়ার বউকে মারধর করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওই দিনই থানায় লিখিত অভিযোগ করেন মজনু মিয়া।

এ ব্যাপারে মজনু মিয়ার স্ত্রী লাভলি বেগম (৩৪) সাংবাদিকদের বলেন, ‘রঞ্জু আমার পরনের জামা-কাপড় ছিঁড়ে ফেলেছে। ধর্ষণের চেষ্টা করেছে। আমাকে মারপিট করেছে।’

গ্রেপ্তার রঞ্জু মিয়ার স্ত্রী নুসরাত জাহান বলেন, ‘আমার স্বামী ছাত্রলীগের কর্মী ছিল। সরকার পরিবর্তনের আগে নেতাদের সঙ্গে সারা দিন ঘোরাঘুরি করত। মাঝে মাঝেই আমাকে যৌতুকের জন্য নির্যাতন করে মেরে ফেলার হুমকি দেয়। দেড় মাস আগে আমাকে মারধর করে ঘরে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে আমাকে নিয়ে আসে। আমি এখন বাবার বাড়ি আশ্রয় নিয়েছি। নিজের দুই বছর বয়সী মেয়ের খোঁজ পর্যন্ত নেয় না। আপন ভাবিকেও সে ছাড়েনি। মারপিট করে হাসপাতালে পাঠাইছে।’

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহীন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

শরীয়তপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার চেষ্টা

বছরের প্রথম দিনেই পঞ্চগড়ে তাপমাত্রা কমে এক অঙ্কের ঘরে, মৃদু শৈত্যপ্রবাহ

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর