হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় ভোরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল-সমাবেশ

নেত্রকোনা প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নেত্রকোনা আওয়ামী লীগের ঝটিকা মিছিল। ছবি ভিডিও থেকে নেওয়া

নেত্রকোনা শহরে ঝটিকা মিছিল ও সমাবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ শুক্রবার ভোরে ছোট বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে এই ঝটিকা মিছিল বের করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়। এতে ৮-১০ জনকে অংশ নিতে দেখা যায়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভাঙচুর হওয়া স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ শেষে তাঁরা মিছিল বের করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নেত্রকোনা আওয়ামী লীগের ঝটিকা মিছিল। ছবি ভিডিও থেকে নেওয়া

ভিডিওতে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার রায়কে বলতে শোনা যায়, ‘আসছে ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশকে পেয়েছি। শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী শাহনেওয়াজ বলেন, ‘বিভিন্ন মাধ্যমে ভিডিওটি আমরাও দেখেছি। আজ শ্রমিক ইউনিয়নের নির্বাচন থাকায় এদিকে আমরা ব্যস্ত আছি। তবে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। কারা ওই মিছিলে ছিলেন, তাঁদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত