হোম > সারা দেশ > বরিশাল

এবার ববিতে হল প্রভোস্ট ও এক পরিচালকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আব্দুল আলিম বাছের ও সঞ্জয় কুমার সরকার। ছবি: আজকের পত্রিকা

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরেবাংলা হলের প্রভোস্ট পদ থেকে আজ বুধবার পদত্যাগ করেছেন সহযোগী অধ্যাপক আব্দুল আলিম বাছের। একই দিন বিশ্ববিদ্যালয়ের জীবননান্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার।

এর আগে গত ২৯ এপ্রিল বিজয় ২৪ হলের প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান। এভাবে গুরুত্বপূর্ণ পদ থেকে একের পর এক পদত্যাগের কারণে নড়বড়ে হয়ে যাচ্ছে ববির প্রশাসনিক ভিত্তি। এদিকে আজ দুপুর থেকে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

পদত্যাগ করা শেরেবাংলা হলের প্রভোস্ট আব্দুল আলিম বাছের জানান, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। চলমান আন্দোলনের সঙ্গে এর সম্পৃক্ততা আছে কি না, প্রশ্ন করলে তিনি কোনো জবাব দেননি। এ ছাড়া জীবননান্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগ করা সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকারের কাছে পদত্যাগের কারণ জানতে চাইলে জবাব না দিয়েই তিনি ফোনের লাইন কেটে দেন।

তবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে, এর প্রভাবে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ পদ থেকে ভিসির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। কিন্তু রহস্যজনক কারণে ভিসি তা প্রকাশ করছেন না।

এ ব্যাপারে জানতে ববির উপচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে বারবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা