হোম > সারা দেশ > ঢাকা

ই-অরেঞ্জের সিও ও যুবলীগ নেতা আমান গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

আমানুল্লাহ চৌধুরী। ছবি: সংগৃহীত

অনলাইন প্লাটফর্ম ই-কমার্স ভিত্তিত আলোচিত প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জের’ সিও ও ঢাকা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমানুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার শুক্রবার (২৮ জুন) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। এর আগে আজ (শুক্রবার) তাকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ।

ওসি তাসলিমা আক্তার বলেন, গত ২২ জুন বিমানবন্দর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামী আমানুল্লা চৌধুরীকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

খোঁজখবর নিয়ে জানা যায়, আমান আল্লাহকে প্রতারণার মামলায় ২০২১ সালে ১৮ আগস্ট গুলশান থানা পুলিশ গ্রেপ্তার করেছিল। তখন ই-অরেঞ্জের মালিক গুলশান থানার তৎকালীন পরিদর্শক(তদন্ত) সোহেল রানা ভারতে পালিয়ে যায়। সোহেল রানার বোন সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত। সেই সময় এই সোনিয়া মেহজাবিন ও মাসুকুর রহমানের বিরুদ্ধে ই কমার্সের নামে ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-অরেঞ্জের ‘প্রতারণার শিকার’ মো. তাহেরুল ইসলাম নামের এক গ্রাহক বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আদালত কারাগারে পাঠায়। আমাদের বিরুদ্ধে সারা দেশে বিভিন্ন অভিযোগে ৫৪টিরও বেশি মামলা রয়েছে।

সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আমান উল্লাহ চৌধুরী ফ্যাসিবাদী আওয়ামীলীগের অর্থ দাতা। সেই সাথে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আইটি’তে অভিজ্ঞ হওয়া আমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ’শেখ হাসিনাতেও আস্থা’ নামক একটি প্রচার সেল খুলে ছিলেন। সেই পেইজে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন প্রচার প্রচারণা চালাতেন।

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

পটুয়াখালী-৩ আসনে নুর ও হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে বিলীন হয়নি: নুর

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বাড়ির মালিককে কামড়ে পালানোর চেষ্টা চোরের, দুজনেই হাসপাতালে

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু