হোম > সারা দেশ > জামালপুর

আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার বাদীর কোচিং সেন্টারে অগ্নিসংযোগ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

আগুন নিয়ন্ত্রণে কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলার বাদীর মালিকানাধীন কোচিং সেন্টারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গভীর রাতে এ আগুন দেওয়া হয়।

ওই বাদীর নাম হাফিজুর রহমান। তিনি গোয়ালেরচর ইউনিয়নের সভারচর কারীপাড়ার বাসিন্দা। তিনি জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

সরেজমিন দেখা গেছে, গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরী চৌরাস্তায় হাফিজুরের মালিকানাধীন ইকরা আইডিয়াল স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের ছয়টি কক্ষ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

হাফিজুর বলেন, ‘রাত ৩টার দিকে কে বা কারা আমার কোচিং সেন্টারে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পৌনে এক ঘণ্টা পর ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে তিনটি ঘরের ছয়টি কক্ষসহ আসবাব পুড়ে ব্যাপক ক্ষতি হয়।’

এর আগে হাফিজুরের বিরুদ্ধে আদালতে অনাপত্তিপত্র দিয়ে মামলার তিন আসামিকে জামিনে সহযোগিতা করার ‘অভিযোগ তোলে’ এই কোচিং সেন্টারে ভাঙচুর শেষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। নিজ দলের কতিপয় নেতা-কর্মী এই হামলা চালিয়েছিলেন বলে দাবি হাফিজুরের।

অগ্নিসংযোগের বিষয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা আগুন নিয়ন্ত্রণ করেছি। তবে আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ সেখানে আগুন ধরিয়ে দিয়েছে।’

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘আগুন লাগার ঘটনায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুসারে পদক্ষেপ নেওয়া হবে।’

উল্লেখ, ১৬ ডিসেম্বর সন্ধ্যায় সভারচর এলাকায় বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় রাতে ছাত্রদল নেতা হাফিজুর বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ১২৮ জনের নামে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে ইসলামপুর থানায় মামলা করেন।

এ মামলায় হাফিজুর ১৫ এপ্রিল জামালপুর আদালতে তিন আসামির বিষয়ে অনাপত্তিপত্র দাখিল করলে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। এ ঘটনায় রাতে হাফিজুরের কোচিং সেন্টারের প্রাচীর ভাঙচুর ও গেটে তালা ঝুলিয়ে দেন স্থানীয় বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

অঙ্গীকারনামা লিখে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু