হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্ত্রীর পর এবার স্বামীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর এক বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্ত্রীর মৃত্যুর কয়েক ঘণ্টা পর স্বামীর মৃত্যু হয়েছে। তাঁদের তিন বছরের মেয়ের অবস্থাও বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

গতকাল বুধবার রাত পৌনে ২টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে একটি ছয়তলা বাড়ির নিচতলায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে আগুনে ঝলসে যায় ইতি আক্তার (৩০), তাঁর স্বামী রিপন (৪০) ও তাঁদের তিন বছরের মেয়ে রাফিয়া।

স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে মারা যান ইতি। এর কয়েক ঘণ্টা পর বিকেলে তাঁর স্বামীর মৃত্যুর খবর আসে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, আজ বিকেল সোয়া ৫টার দিকে রিপনের মৃত্যু হয়।

শাওন বলেন, আগুনে শ্বাসনালিসহ ইতি আক্তারের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়। তাঁর স্বামী রিপনের শরীরের ৭০ শতাংশ ও তাঁদের মেয়ে রাফিয়ার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।

এ বিষয়ে নিহত রিপনের প্রতিবেশী তাসলিমা মনি জানান, গতকাল রাতে বিকট শব্দের সঙ্গে ইতিদের বাড়ি থেকে চিৎকারের শব্দ পান তিনি। ছুটে গিয়ে দেখেন, ইতি, তাঁর স্বামী ও তাঁদের তিন বছরের মেয়ে রাফিয়ার শরীর আগুনে ঝলসে গেছে। বাড়ির দরজা-জানলা ভেঙে গেছে। অন্যদের সহায়তায় তখনই তিনি তাঁদের হাসপাতালে নিয়ে আসেন।

বিস্ফোরণের কারণ সম্পর্কে তাসলিমা বলেন, ধারণা করা হচ্ছে, ইতিদের বাড়ির সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস জমে যায়। রাতে মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণটি ঘটে।

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

কোনো গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করলে সরকার কঠোর হস্তে দমন করবে: ফরিদা আখতার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে