হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ডাকাতি, সেনা জালে ৩ সমন্বয়ক

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরা দেবহাটার পুষ্পকাটি সেনাবাহিনীর হাতে তিন সমন্বয়ক আটক হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার পুষ্পকাটি গ্রামে ইউপি সদস্য গোলাম রব্বানীর বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

আটক সমন্বয়কেরা হলেন দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আব্দুল আলিমের ছেলে নাহিদ হাসান, শ্যামনগর উপজেলার কৈখালি গ্রামের আত্তাব মোল্যার ছেলে আব্দুর রহিম ও আশাশুনি উপজেলার আব্দুর রহমান।

ইউপি সদস্য গোলাম রব্বানী ও তাঁর ভাই আব্দুর রব জানান, আজ দুপুরে পাঁচজন তাঁর বাড়িতে ঢুকে নিজেদের পুলিশ পরিচয় দেন। তাঁদের মধ্যে তিনজন গোলাম রব্বানীর বসতঘরে এবং দুজন আব্দুর রবের বসতঘরে ঢোকেন।

এ সময় আব্দুর রবের ঘরের দুজন অস্ত্র দেখিয়ে ঘরে থাকা ব্যবসার টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। অপর দিকে গোলাম রব্বানী ঘরের তিনজনকে আটকে রেখে সাতক্ষীরা সেনাক্যাম্পে খবর দিলে একটি ইউনিট এসে তাঁদের গ্রেপ্তার করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮.২০ মিনিট) ভুক্তভোগী ইউপি সদস্যের স্ত্রী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন।

এদিকে দেবহাটা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ বলেন, ‘আওয়ামী লীগের সময়ে রব্বানী মেম্বার বিভিন্ন অপকর্ম করেছেন। তাই জেলা সমন্বয়কেরা তাকে ধরতে যায়। তারা আমাকে জানালে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাই। কিন্তু ওই বাড়ির লোকজন মিথ্যা অভিযোগ এনে সমন্বয়কদের ডাকাত বলে ফাঁসিয়ে দিয়েছে।’

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

হবিগঞ্জে রত্না বেইলি সেতু ভেঙে ট্রাক আটকা, দুর্ভোগে যাত্রীরা

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার

৬৭ বছর পর রামেক হাসপাতালে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

চায়ের দোকানে চলে একটি বাতি-ফ্যান, বিদ্যুৎ বিল এল সাড়ে ৫৫ হাজার টাকা

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল শিশুসহ চারজনের

হাতিয়ায় ৫৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ