হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে হত্যা মামলায় নারীসহ ৩ জনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মুসা খন্দকারকে হত্যার দায়ে এক নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এলিনা আক্তার মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন লোহাগড়ার চরদিঘলিয়া গ্রামের শাম খন্দকারের ছেলে জাফর খন্দকার, আলেক মোল্যার ছেলে আকরাম মোল্যা ও বাহার উদ্দীনের স্ত্রী লাইচ বেগম ওরফে লাইছন। তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) তারিকুজ্জামান লিটু রায়ের তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০১১ সালের ২৪ এপ্রিল আসামিরা পরস্পর যোগসাজশে তাঁদের প্রতিবেশী মুসা খন্দকারকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় উল্লিখিত তিন আসামির বিরুদ্ধে নিহত মুসার বড় ভাই মো. বিল্লাল খন্দকার বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা করেন।

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

নিরাপত্তার আশ্বাস দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, দুই আনসার সদস্য আটক

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের লাশ উদ্ধার

নাফ নদীর তীরে পুঁতে রাখা মাইনে উড়ে গেল বাংলাদেশি যুবকের পা

শোবার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই