হোম > সারা দেশ > লালমনিরহাট

শ্যালিকার বিরুদ্ধে দুলাভাইকে খুনের অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি 

প্রতীকী ছবি

লালমনিরহাটের কালীগঞ্জে এক তরুণীর বিরুদ্ধে তাঁর দুলাভাইকে খুন করার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম দুলু মিয়া (৩৫)। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ভোটমারী হাজরানিয়া সদরপাড়া এলাকায় দুলু মিয়ার বাড়িতে কাপড় কাটার কাঁচি দিয়ে তাঁকে আঘাত করেন শ্যালিকা চাঁদনী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুলু মিয়া বুধবার সন্ধ্যায় বাড়ি গিয়ে দেখেন তাঁর স্ত্রী মণি বেগম মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলছেন। দুলু মিয়াকে দেখামাত্র মোবাইল ফোন থেকে নম্বর ডিলিট করেন স্ত্রী মণি বেগম। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিতর্ক শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে শ্যালিকা চাঁদনী তাঁর হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে দুলাভাই দুলু মিয়ার গলায় আঘাত করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই পালিয়ে যায় চাঁদনী।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, পাশাপাশি অভিযুক্ত চাঁদনীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শ্রীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নিলেন সহযোগীরা

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

শরীয়তপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার চেষ্টা