হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুর সীমান্তে রোহিঙ্গাসহ ৩১ জনকে পুশ ইন বিএসএফের

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি 

পুশ ইন করা রোহিঙ্গাসহ নারী, শিশুরা। ছবি: আজকের পত্রিকা

সিলেটের জৈন্তাপুর উপজেলার দুটি সীমান্ত দিয়ে ১৪ জন রোহিঙ্গা নাগরিকসহ ৩১ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে ১৪ জন রোহিঙ্গাকে গতকাল বৃহস্পতিবার রাত ৭টা ৪৫ মিনিটে এবং ১৭ জন বাংলাদেশি নাগরিককে আজ শুক্রবার ভোররাত সাড়ে ৬টায় জৈন্তাপুরের দুটি পৃথক সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়।

বিজিবির সূত্র জানায়, গতকাল রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ভারতের জালিয়াখলা বিএসএফ ক্যাম্পসংলগ্ন ১৩০১ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের ৫০ গজ ভেতরে জৈন্তাপুর উপজেলার লালাখাল বাগছড়া এলাকা দিয়ে ১৪ জন রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুশ ইন করা হয়। ১৯ বিজিবির সদস্যরা তাদের আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সবাই মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে কয়েক বছর আগে ভারতে গিয়েছিল। আটক ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও ছয়টি শিশু রয়েছে।

অন্যদিকে আজ ভোররাত সাড়ে ৬টায় উপজেলার কেন্দ্রী সীমান্তের ১২৮২/৮ নম্বর সাবপিলার এলাকা দিয়ে ১৭ জন বাংলাদেশি নাগরিককে পুশ ইন করে বিএসএফ। ৪৮ বিজিবির মিনাটিলা বিওপির টহল দল সীমান্তের ২০০ গজ ভেতর থেকে তাঁদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী ও সাতটি শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, মিনাটিলা বিওপির টহল দল আজ সকালে ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। তাদের আইনগত প্রক্রিয়ার জন্য জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার পিএসসি জানান, আটক ১৪ রোহিঙ্গার নাম ও পরিচয় সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরও জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার