হোম > সারা দেশ > ভোলা

ভোলার মেঘনায় ধরা পড়ল ২ কেজির ইলিশ, সাড়ে ৬ হাজারে বিক্রি

ভোলা প্রতিনিধি

ভোলায় মেঘনা নদীতে ধরা পড়া ২ কেজি ৭০ গ্রাম ওজনের ইলিশ মাছটি। ছবি: আজকের পত্রিকা

ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ভোলা সদর উপজেলার তুলাতুলি মাছ ঘাটে ইলিশটি নিলামে প্রায় সাড়ে ছয় হাজার টাকায় কেনেন ওই ঘাটের আড়তদার মো. কামাল হোসেন। স্থানীয় জেলেদের কাছে এ ইলিশটি ‘রাজা ইলিশ’ নামে পরিচিত।

আড়তদার মো. কামাল হোসেন জানান, আজ বেলা ২টার দিকে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের জেলে মো. তছির মাঝির জালে ধরা পড়ে রাজা ইলিশ খ্যাত ২ কেজি ৭০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ।

আড়তদার মো. কামাল হোসেন বলেন, ‘ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মাঝামাঝি মেঘনা নদীতে জেলের জালে এ মাছটি ধরা পড়ে। পরে জেলে তছির মাঝি তুলাতুলিতে মাছ ঘাটে মাছটি নিয়ে আসেন। এরপর নিলামের মাধ্যমে ইলিশটি সর্বোচ্চ ৬ হাজার ৪৮০ টাকায় কিনি।’ তিনি আরও জানান, ঘাটে দেড় হাজার থেকে নিলামে দাম ওঠা শুরু হয় ৷ এই মাছটি তিনি বরিশাল আড়তে সাড়ে সাত হাজার টাকা থেকে আট হাজার টাকায় বেচতে পারবেন বলে তাঁর ধারণা।

ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ভোলা সদর উপজেলার তুলাতুলি মাছ ঘাটে ইলিশটি নিলামে প্রায় সাড়ে ছয় হাজার টাকায় কেনেন ওই ঘাটের আড়তদার মো. কামাল হোসেন। স্থানীয় জেলেদের কাছে এ ইলিশটি ‘রাজা ইলিশ’ নামে পরিচিত।

খবরের সত্যতা নিশ্চিত করে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, বিগত দিনে জাটকা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের নিষেধাজ্ঞা সফল হয়েছে। এ ছাড়া বিগত দিনে প্রভাবশালী মহল নদীতে খুঁটি দিয়ে নিষিদ্ধ জাল ব্যবহার করেও জাটকা ইলিশ নিধন করেছিলেন। বর্তমানে সেগুলোকেও ধ্বংস করা হয়েছে। ফলে নদীতে এখন জেলেদের জালে বড় বড় ইলিশ ধরা পড়ছে। ভবিষ্যতেও তারা সব অভিযান সফলভাবে সম্পন্ন করবেন। এতে আরও বড় বড় সাইজের রাজা ইলিশ ধরা পড়বে বলেও দাবি করেন এ মৎস্য কর্মকর্তা।

মাটি কেটে বেড়িবাঁধ: ৮ মাসেও ভরাট করা হয়নি জমি

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

‘আমি সই না করলে ইউএনও সই করবে না’—এলজিইডি প্রকৌশলীর ভিডিও ভাইরাল

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী