হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মাঝ পদ্মায় আটকা ৪ ফেরি, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মধ্যরাত থেকে চলাচল বন্ধ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মধ্যরাত থেকে চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে মাঝ পদ্মায় চারটি ফেরি আটকা পড়েছে। দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। নদীতে কুয়াশা বেড়ে যাওয়ায় নৌপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় গতকাল বুধবার রাত পৌনে ১টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

মাঝ পদ্মায় আটকা ফেরিগুলো হলো বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, জাহাঙ্গীর, গোলাম মোল্লা ও এনায়েতপুরী।

এদিকে মধ্যরাতে ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় অপেক্ষমাণ যাত্রী ও যানবাহনশ্রমিকেরা তীব্র দুর্ভোগের শিকার হন।

এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম নাসির আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, গতকাল বুধবার সন্ধ্যা থেকে পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। রাত সাড়ে ১২টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় চারটি ফেরি নদীতে আটকা পড়ে, যে কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে নৌপথে ফেরি চলাচল শুরু করা হবে।

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার

৬৭ বছর পর রামেক হাসপাতালে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

চায়ের দোকানে চলে একটি বাতি-ফ্যান, বিদ্যুৎ বিল এল সাড়ে ৫৫ হাজার টাকা

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল শিশুসহ চারজনের

হাতিয়ায় ৫৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার