হোম > সারা দেশ > খুলনা

পুলিশ কমিশনারের অপসারণ দাবিতে ছাত্র-জনতার ঘেরাও কর্মসূচি শুরু

খুলনা প্রতিনিধি

খুলনার পুলিশ কমিশনারের অপসারণ দাবিতে ছাত্র-জনতার ঘেরাও কর্মসূচি শুরু। ছবি: আজকের পত্রিকা

খুলনার পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবিতে কেএমপি সদর দপ্তর ঘেরাও করেছে ছাত্র-জনতা। আজ সোমবার বেলা ৩টা থেকে কেএমপির সদর দপ্তর ঘেরাও কর্মসূচি শুরু হয়।

প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে নগরীর খানজাহান আলী সড়ক ব্লক করে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ।

জানতে চাইলে সংগঠনের মুখপাত্র সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ‘কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবিতে আজ কেএমপির সদর দপ্তর, ডিসি সাউথের সোনাডাঙ্গা ও ডিসি নর্থের খালিশপুর কার্যালয় ঘেরাও কর্মসূচি ছিল।

আমরা তিন জায়গায় কর্মসূচি শুরু করার পর প্রচণ্ড বৃষ্টি শুরু হলে সোনাডাঙ্গা ও খালিশপুর থেকে আন্দোলনকারীদের সরিয়ে কেএমপি সদর দপ্তরের সামনে নিয়ে আসি। আমাদের আজকের কর্মসূচি রাত ৮টা পর্যন্ত চলবে। এরপর ব্রিফিং করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

এদিকে বিক্ষোভ চলাকালে খানজাহান আলী সড়কের সুন্দরবন কলেজ থেকে রূপসা ট্রাফিক মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভকারীরা ‘সুকান্তের চামড়া, তুলে নেব আমরা’, ‘পুলিশ কমিশনারের চামড়া, তুলে নেব আমরা’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘পুলিশ কমিশনার জুলফিকার, আস্ত একটা স্বৈরাচার’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে গত মঙ্গলবার মামলার আসামি পুলিশের এসআই সুকান্তকে আটক করে খানজাহান আলী থানা-পুলিশের কাছে সোপর্দ করে ছাত্র-জনতা। কিন্তু রাতেই থানা থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গত বুধ ও বৃহস্পতিবার কেএমপির সদর দপ্তর ঘেরাও করে পুলিশ কমিশনারসহ অন্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন।

তাঁরা পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবি করেন। এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনা করে গত বৃহস্পতিবার রাতে বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত রেখে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। পরে আবার গত শনিবার থেকে ‘ব্লকেড কর্মসূচি’ শুরু হয়।

ওই দিন রাত সাড়ে ৮টার দিকে এক ব্রিফিংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (একাংশ) মুখপাত্র সাজিদুল ইসলাম বাপ্পি ফের ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। কিন্তু তাঁদের দাবি বাস্তবায়ন না হওয়ায় আজ বিকেল থেকে বৃষ্টির মধ্যে কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা।

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, উত্তেজনা

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’