হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় যুবককে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, থানায় মামলা

মাগুরা প্রতিনিধি 

মাগুরা সদরে চিকিৎসাধীন কমিরুল মোল্যা। আজ সোমবার সকালে তোলা ছবি। ছবি: আজকের পত্রিকা।

মাগুরার মহম্মদপুরে কমিরুল মোল্যা (৩০) নামের এক যুবককে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল রোববার কমিরুলের ভাই জমিরুল মোল্যা মহম্মদপুর থানায় মামলাটি করেন। মামলায় রাড়ীখালী উত্তরপাড়ার আবদুল্লাহকে (৩২) প্রধান আসামি করা হয়েছে।

ভুক্তভোগী কমিরুল মোল্যা (৩০) উপজেলার নারায়ণপুর গ্রামের আবদুর রাজ্জাক মোল্যার ছেলে। গত বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলার রাড়ীখালী উত্তরপাড়া এলাকায় তাঁকে জ্যান্ত কবর দিয়ে হত্যাচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।

আজ সোমবার সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন কমিরুল মোল্যা জানান, ঘটনার দিন দুপুরে রাড়ীখালী বাজারের পথে গেলে আবদুল্লাহ তাঁকে ডেকে বাঁশ কাটতে সহায়তা চান। সেখানে পৌঁছালে হঠাৎ গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়। অচেতন হলে তাঁকে মৃত ভেবে মাটিচাপা দেওয়া হয়। তবে তাঁর পা দুটি বাইরে থাকায় স্থানীয় এক শিশু বিষয়টি দেখে স্বজনদের খবর দেয়। পরে তাঁকে উদ্ধার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, পূর্ব রাজনৈতিক বিরোধের জেরে এই হত্যাচেষ্টা চালানো হয়েছে। কমিরুলের অভিযোগ, গত বছর আগস্টে এক রাজনৈতিক বিতর্কে জড়ানোর পর থেকে আসামিদের সঙ্গে তাঁর বিরোধ চলছিল।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক চিকিৎসক জানান, শ্বাসরোধের কারণে কমিরুলের গলায় ব্যথা রয়েছে এবং চোখে রক্ত জমাট বেঁধেছে। তাঁকে চক্ষু বিশেষজ্ঞ দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান আজ দুপুরে আজকের পত্রিকাকে বলেন, মামলা নেওয়া হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত চলমান রয়েছে।

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা