হোম > সারা দেশ > দিনাজপুর

শ্বশুরবাড়িতে ৪৯১ বস্তা সার পাচারের চেষ্টা, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সারবোঝাই ট্রাকের বস্তা। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের নবাবগঞ্জে ৪৯১ বস্তা সার কৃষকদের মধ্যে বিতরণ না করে অন্য উপজেলায় পাচারের চেষ্টা করায় জীবন মন্ডল নামের এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান এই জরিমানা করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ইলিয়াস এই তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত জীবন মন্ডল উপজেলার বিএডিসি সার ডিলার মেসার্স মন্ডল ট্রেডার্সের স্বত্বাধিকারী।

জানা গেছে, নবাবগঞ্জ কৃষকের জন্য বরাদ্দ করা সারের বস্তাগুলো ট্রাকে করে জীবন মন্ডলের শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার আমবাড়িতে পাচার করা হচ্ছিল। উপজেলার কালিরহাট এলাকা থেকে স্থানীয় লোকজন সারবোঝাই ট্রাকটি আটক করে ইউএনওকে খবর দেয়। পরে ট্রাকটি উপজেলা পরিষদ চত্বরে আনা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জীবন মন্ডলের প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ট্রাকচালক মো. লাভলু জানান, চুক্তি অনুযায়ী যশোরের নওয়াপাড়া থেকে নবাবগঞ্জের বিনোদনগর ইউনিয়নের জন্য বরাদ্দ করা ৭৯১ বস্তা ডিএপি সার নিয়ে তাঁর নবাবগঞ্জ ও পার্বতীপুর উপজেলার আমবাড়িতে যাওয়ার কথা ছিল। ৩০০ বস্তা সার নবাবগঞ্জের মেসার্স মন্ডল ট্রেডার্সে নামিয়ে বাকি ৪৯১ বস্তা সার আমবাড়িতে নিয়ে যাওয়ার পথে স্থানীয় লোকজন ট্রাকটি আটকায়।

উপজেলার বিনোদনগর ইউনিয়নের কৃষক মিজানুর রহমান বলেন, আমবাড়িতে জীবন মন্ডলের শ্বশুরের বিএডিসি ডিলার পয়েন্ট আছে। সম্ভবত সেখানেই সারের বস্তাগুলো নেওয়া হচ্ছিল।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ইলিয়াস আজকের পত্রিকাকে বলেন, ‘ডিলার জীবন মন্ডলের শ্বশুরবাড়িতে আরেকটি বিএডিসির ডিলার থাকার কথা জেনেছি। একই পরিবারের একাধিক ডিলার থাকা যাবে না, এমন নির্দেশনা হাইকোর্ট চার মাস স্থগিত করায় এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।’

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

দুটি কিডনিই বিকল কিশোর তামিমের, মা একটি দিতে চাইলেও নেই প্রতিস্থাপনের খরচ

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

হাতিয়ায় বিএনপি-এনসিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

কারাগারের অসাধু সদস্যদের সহায়তায় হত্যা মামলার ৩ আসামি মুক্ত হয়: র‌্যাব

বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে মিলল নিখোঁজ কৃষকের রক্তাক্ত লাশ

ধানের শীষে ভোট দেন, তারেক রহমান আ.লীগকে রাজনীতির সুযোগ দেবে: বিএনপি প্রার্থী রশীদ

গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ বিএনপি নেতা আটক

অবিলম্বে শেরপুরের জামায়াত নেতার খুনিদের গ্রেপ্তার করতে হবে: মিয়া গোলাম পরওয়ার

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা