হোম > সারা দেশ > ঢাকা

চাঁদনী চক মার্কেট পরিচালনা পরিষদ নিয়ে দ্বন্দ্ব: অবৈধভাবে কমিটি দেওয়ার অভিযোগ

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চাঁদনী চক বিজনেস ফোরামের সভাপতি মো. নিজাম উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর নিউমার্কেটের উল্টো পাশের চাঁদনী চক মার্কেট পরিচালনা কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগকে অবৈধ বলেছেন ভেঙে দেওয়া কমিটির নেতারা। তাঁরা অভিযোগ করেছেন, আইন অনুযায়ী সমাজসেবা অধিদপ্তর এভাবে কমিটি ভেঙে প্রশাসক নিয়োগ করতে পারে না।

রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চাঁদনী চক বিজনেস ফোরামের সভাপতি মো. নিজাম উদ্দিন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ৫-১০ জন দোকানমালিকের সহায়তায় সমাজসেবা অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা অসত্য তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই প্রশাসক নিয়োগ দিয়েছেন। মার্কেটে প্রায় ৬০০ দোকানমালিকের শতকোটি টাকার বিনিয়োগ রয়েছে।

নিজাম উদ্দিন বলেন, ২০১৭ সালে চাঁদনী চক বিজনেস ফোরামের প্রথম নির্বাচন হয়। তিনি টানা তিনবার সভাপতি নির্বাচিত হয়ে মার্কেটের উন্নয়নে কাজ করেছেন। সর্বশেষ ২০২৩ সালের ২৫ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে ২৫ সদস্যের কমিটি পাস করে। প্রতিপক্ষ সেই ফলাফল মেনে নেয়। কিন্তু সরকার পরিবর্তনের পর হঠাৎ সমাজসেবা অধিদপ্তর অন্যায়ভাবে কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে। অথচ এই কমিটির মেয়াদ ২০২৬ সালের ২৫ জুলাই পর্যন্ত। তিনি বলেন, বিষয়টি নিয়ে তাঁরা উচ্চ আদালতে গেছেন। সেখানে ন্যায়বিচার আশা করছেন। তাঁরা সমাজসেবা অধিদপ্তরের আদেশ প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন রোমান, সহসাধারণ সম্পাদক মো. আবুল কালাম শেখ, কোষাধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক রিপন, সহকোষাধ্যক্ষ আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক চিশতী, দপ্তর সম্পাদক জামাল আহমেদ মাসুম প্রমুখ।

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে