হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ শিশু ও স্বামী-স্ত্রী দগ্ধ

ঢামেক প্রতিবেদক

ছবি: সংগৃহীত

রাজধানীর আফতাবনগর এলাকায় একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, তোফাজ্জল হোসরন (৩২) ও তার স্ত্রী মানসুরা আক্তার (২৪) তাদের তিন কন্যা সন্তান তানিশা (১১) মিথিলা (৭) ও তানজিলা (৪)।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আফতাব নগরের দক্ষিণ আনন্দনগর এলাকায় একটি বাসায় নিচ তলায় এই অগ্নিকাণ্ডে তাঁরা দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাঁদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।

প্রতিবেশী মেশারফ হোসেন জানান, আফতাব নগর দক্ষিণ আনন্দনগর এলাকার একটি বাসার নিচতলায় স্বামী-স্ত্রী তিন সন্তানকে নিয়ে ভাড়া থাকেন। তোফাজ্জল শ্রমিক। গ্যাস লিকেজের কারণে বাসায় জমে থাকা গ্যাসে কোনো কারণে আগুনের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। সে সময় স্বামী-স্ত্রী ও তাঁদের তিন কন্যা দগ্ধ হয়। ঘটনার পরপরই লোকজন আগুন নিভিয়ে ফেলে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, আফতাবনগরে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছে। তাঁদের মধ্যে তোফাজ্জলের শরীরের ৮০ শতাংশ, স্ত্রী মানসুরার ৬৭ শতাংশ, তানিশার ৩০ শতাংশ, মিথিলার ৬০ শতাংশ ও তানজিলার ৬৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

হবিগঞ্জে রত্না বেইলি সেতু ভেঙে ট্রাক আটকা, দুর্ভোগে যাত্রীরা

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার

৬৭ বছর পর রামেক হাসপাতালে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

চায়ের দোকানে চলে একটি বাতি-ফ্যান, বিদ্যুৎ বিল এল সাড়ে ৫৫ হাজার টাকা

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল শিশুসহ চারজনের

হাতিয়ায় ৫৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ