হোম > সারা দেশ > নাটোর

পরীক্ষাকেন্দ্রে ঢুকে নির্দেশনা: ছাত্রদলকে নেতা বহিষ্কার

নাটোর ও বড়াইগ্রাম প্রতিনিধি

বড়াইগ্রামে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ঢুকে ছাত্রদল নেতার নির্দেশনা। ছবি: সংগৃহীত

নাটোরে এইচএসসি পরীক্ষাকেন্দ্র ঢুকে নির্দেশনা প্রদানকারী ছাত্রদল নেতা রাকিব সরদারকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। আজ বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়ে নিশ্চিত করেছেন জেলা ছাত্রদল প্রচার সম্পাদক আসিফ ইকবাল।

রাকিব সরদার বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং পৌর বিএনপির সাবেক সদস্যসচিব সরদার রফিকের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা-পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বনপড়া শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব সরদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। জেলা ছাত্রদল শাখার সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এ বিষয়ে জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, কেন্দ্রের নির্দেশ মেনে ছাত্রদল পরীক্ষাকেন্দ্র থেকে নির্ধারিত দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীদের সেবার জন্য পানি, মাস্কসহ আনুষঙ্গিক উপকরণ নিয়ে প্রস্তুত ছিল। কিন্তু অভিযুক্ত সব নিয়ম অমান্য করে কেন্দ্রে ঢুকে শৃঙ্খলা-পরিপন্থী কাজ করেছেন। তাই তাঁকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করলে তাঁর প্রতিও কোনো রকম শৈথিল্য দেখানো হবে না।

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়