সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সিলেটের করোনা বিশেষায়িত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া ব্যক্তির বয়স ৮০ বছর। তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। তার বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলায়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মিজানুর রহমান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওই রোগী অ্যাজমা, শ্বাসকষ্ট ও কিডনির সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। করোনা ধরা পড়ায় গত ২১ জুন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি গত রাতে মারা যান। তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গত ২৬ জুন সন্ধ্যায় একই হাসপাতালে করোনায় আক্রান্ত আরেক ব্যক্তি মারা যান। এ নিয়ে সিলেটে করোনায় দুজনের মৃত্যু হলো।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরে এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।