হোম > সারা দেশ > ঢাকা

জানালার বাইরে হাত, বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর গুলশান থানার শাহজাদপুর এলাকার একটি বাসায় বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শিশুর নাম লাবিবা ইসলাম জান্নাত (১১)। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।

হাসপাতালে মৃত জান্নাতের বাবা মো. আব্দুল্লাহ জানান, তাঁদের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার পসরা গ্রামে। বর্তমানে গুলশান শাহজাদপুরের ওই বাসায় ভাড়া থাকেন।

আব্দুল্লাহ আরও জানান, ঘটনার সময় বাসার ভেতরে খেলছিল জান্নাত। খেলতে খেলতে জানালার বাইরে হাত দিলে বাইরে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে জান্নাতের হাত আটকে যায়। এতে জান্নাত বিদ্যুতায়িত হয়ে মেঝেতে পড়ে যায়। জান্নাতকে উদ্ধার করে প্রথমে গুলশানের শিকদার মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুলশান এলাকা থেকে স্বজনেরা ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, বাসায় বিদ্যুতায়িত হয়েছিল শিশুটি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

অঙ্গীকারনামা লিখে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই