হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বিএনপির সভা রক্তাক্ত, চেয়ারম্যানের ছেলেদের হাতে আহত কর্মী

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

আহত আবু তাহেরকে হাসপাতালে দেখতে যান বিএনপির নেতাকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বিএনপির এক অনানুষ্ঠানিক সভায় আবু তাহের (৪৫) নামে দলের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে থানা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মো. সাইদুল ইসলামের দুই ছেলের বিরুদ্ধে।

সোমবার (১০ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাহেরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সাইদুল ইসলামের নিজ বাড়িতে ওয়ার্ড বিএনপির সদস্য ফরম পূরণ উপলক্ষে আয়োজিত এক অনানুষ্ঠানিক সভায় উপস্থিত ছিলেন স্থানীয় কয়েকজন নেতা-কর্মী। সভায় প্রস্তাবিত একটি কমিটিতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট এক ব্যক্তিকে সদস্য করার প্রস্তাব নিয়ে আপত্তি তোলেন আবু তাহের। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শেখ সাইদুল ইসলাম টেবিলে থাপ্পড় মেরে তাহেরকে মারার নির্দেশ দেন।

এরপর তার দুই ছেলে সানোয়ার (৩০) ও জুবায়ের (২৮) তাহেরকে চেয়ার দিয়ে মারধর করে, বুকে লাথি দেয় এবং কপালে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

আহতের ভাই রফিকুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যানের ছেলেরা ভাইকে মারধর করেছে। বুকে ও কপালে আঘাত করে গুরুতর জখম করেছে।’

আবু তাহের নিজেও অভিযোগ করে বলেন, ‘কমিটিতে আওয়ামী লীগ ঘরানার একজনকে রাখার বিরোধিতা করায় আমাকে সাইদুল ইসলামের নির্দেশে তার ছেলেরা মারধর করেছে।’

এ বিষয়ে শেখ সাইদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমাদের দলের ভেতরের বিষয়। দলীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।’

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত