হোম > সারা দেশ > সাতক্ষীরা

চাঁদাবাজদের রুখতে পাড়ায়-মহল্লায় কমিটি গঠন করতে হবে: নাহিদ ইসলাম

সাতক্ষীরা প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সারা দেশে চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়েছে। তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তাই চাঁদাবাজদের রুখতে পাড়ায়-মহল্লায় কমিটি গঠন করতে হবে।

আজ শনিবার দুপুরে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে পথসভায় তিনি এ কথা বলেন। এনসিপির সাতক্ষীরা জেলা শাখা এর আয়োজন করে।

নাহিদ বলেন, ‘আমরা সংস্কার চেয়েছি, জুলাই গণহত্যার বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি। কিন্তু একটি পক্ষ আমাদের চাওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। যারা পুরোনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। তারা ভেবেছিল দুই-তিন আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে। কিন্তু জুলাই বিপ্লবীদের কেনার সাধ্য কারও নেই।’

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই বিপ্লবীরা চেয়েছিল একটি জাতীয় সরকার গঠন করে একটি নতুন রাষ্ট্র গঠন করতে। কিন্তু একটি দল চেয়েছে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। তাদের একটিই উদ্দেশ্য, ক্ষমতায় যাওয়া।’

জাতীয় নাগরিক পার্টির সাতক্ষীরা জেলার সমন্বয়ক কামরুজ্জামান বুলু পথসভায় সভাপতিত্ব করেন। পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম জারা। পথসভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব আখতার হোসেন ও সারজিস আলমসহ অনেকে।

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ