হোম > সারা দেশ > ঢাকা

কমলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে সাহারা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) পুলিশ সদস্য আ. মালেক ও রেলওয়ের কর্মচারী মো. নাহিদ জানান, সাহারা বেগম স্টেশন এলাকায় থাকতেন। আজ সকালে ২ নম্বর প্ল্যাটফর্মে রেললাইন পার হচ্ছিলেন তিনি। এ সময় ট্রেনের নিচে কাটা পড়েন। খবর পেয়ে তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

মৃত নারীর ছেলে বিকচান জানান, তাঁদের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার মেদিপাথরকাটা গ্রামে। বর্তমানে মা ও এক ছেলেশিশুকে নিয়ে কমলাপুর স্টেশনেই থাকতেন। সকালে লোক মারফত জানতে পারেন, তাঁর মা স্টেশনে ট্রেনে কাটা পড়েছেন। পরে হাসপাতালে এসে মায়ের লাশ দেখতে পান।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নারীসহ আহত ৬

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক