হোম > সারা দেশ > নরসিংদী

অরক্ষিত লেভেল ক্রসিং, ট্রেনে কাটা পড়ে দম্পতি নিহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া লেভেল ক্রসিংয়ে আজ সোমবার একটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীতে অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রবাসফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তাঁর স্ত্রী আকলিমা বেগম (৪৫।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সদর উপজেলার সাহেপ্রতাব এলাকার থেকে বাড়িতে ফিরছিলেন ওই দম্পতি। তাঁরা মোটরসাইকেলর চিনিশপুর ইউনিয়নের দগরিয়া এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তাঁরা। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে তাঁদের স্বজনেরা গিয়ে লাশ শনাক্ত করেন। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার করেন।

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

পটুয়াখালী-৩ আসনে নুর ও হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে বিলীন হয়নি: নুর

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বাড়ির মালিককে কামড়ে পালানোর চেষ্টা চোরের, দুজনেই হাসপাতালে

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু