হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

চেক জালিয়াতির মামলায় সাংবাদিকের ৫ মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি  

দণ্ডপ্রাপ্ত সাংবাদিক আব্দুস সামাদ সায়েম। ছবি: সংগৃহীত

চেক জালিয়াতির মামলায় সিরাজগঞ্জে সাংবাদিক আব্দুস সামাদ সায়েমকে ৫ মাসের কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। ২ জুলাই সিরাজগঞ্জের যুগ্ম জেলা জজ-৩-এর বিচারক মিশকাত শুকরানা এই কারাদণ্ড প্রদান করেন।

আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি আব্দুল গফুর এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আব্দুস সামাদ সায়েম পলাতক ছিলেন। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুস সামাদ সায়েম সিরাজগঞ্জের রেলওয়ে কলোনির চাঁদ মিয়া মুন্সির ছেলে ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সদর উপজেলার দোগাছি গ্রামের সুরুত জামান তালুকদারের ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স তালুকদার ট্রেডার্স এন্টারপ্রাইজ থেকে এক্সকাভেটর ভাড়া নেন আব্দুস সামাদ সায়েম। ভাড়ার পাওনা টাকার জন্য সায়েম ৫ লাখ টাকার চেক প্রদান করেন। কিন্তু ব্যাংকে চেকের সমপরিমাণ টাকা না থাকায় চেকটি ফেরত দেয় ব্যাংক কর্তৃপক্ষ।

পরে ২০২৩ সালের ৯ মার্চ আব্দুস সামাদ সায়েমকে লিগ্যাল নোটিশ পাঠান সুরুত জামান তালুকদার। একই বছরের ১৬ এপ্রিল আব্দুস সামাদ সায়েমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলায় আব্দুস সামাদ সায়েমকে ৫ মাসের কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।

আরও খবর পড়ুন:

হাতিয়ার চরআতাউর: সুপেয় পানির তীব্র সংকট, বাসিন্দাদের ভোগান্তি

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ ঠিকাদার বিএনপির নেতা

নড়াইলের ২ আসন: বিএনপি-জামায়াত সমানে সমান, আশাবাদী প্রার্থীরা

গদখালীর ফুলবাজার: ফুলের গায়ে ভোটের হাওয়া

জুলাইয়ের অজ্ঞাতনামা শহীদ: কবর থেকে মরদেহ তুলে শনাক্তের কাজ শুরু

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

চট্টগ্রামে সন্ত্রাসী বুইশ্যার সহযোগী ইমন গ্রেপ্তার

উদ্বোধন হলো কসাইবাড়ি-কাঁচকুড়া বাজার ‘হাফেজ্জী হুজুর সরণি’

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ